গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি
নেতাকর্মীরা লড়াইয়ের জন্য প্রস্তুত ………মিজানুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৩০:২১ অপরাহ্ন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেবো না। মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না। বর্তমান সরকার দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের দাবি আদায়ে বিএনপি যখন মাঠে নেমেছে সরকার তখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় হাসনাবাদবাজার সংলগ্ন মাঠে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে ১ দফার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ছাতক ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকল আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, নজরুল হক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চরমহল্লা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দীন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, মিজানুর রহমান আমরু, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন সাগর, উপজেলা বিএনপি নেতা এস এম ছমরু মিয়া, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, মানিক মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দীন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, ইয়াকুব আলী, রতন নাগ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক উপজেলার যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, মানিক মিয়া, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আায়েস, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সুজন মিয়া, ওলিউর রহমান আলেক, কয়েছ আহমদ, কাওছার আহমদ, রফিক আহমেদ, আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন, মনসুর আলী, মামুন আহমদ, সফিক মিয়া, রইছ উদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, সাকিব মাহমুদ, আলা উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদ হোসাইন, জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, কালা রুকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহেদী ইসলাম রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি