দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষ গুলি বিনিময়ে ॥ আহত ২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫১:২০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের গুলি বিনিময়ে ১৮জন ২৩ জন আহত হয়েছেন।
আহতদের প্রথমে দিরাই উপজেলা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকজনের মাঝে এ সংঘর্ষ ও বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকজনের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল। এর আগে একাধিকবার সংঘর্ষের পর দুই গ্রুপের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে। চলমান দ্বন্দ্ব নিরসনে এলাকার সালিশ ব্যক্তিগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন।
সর্বশেষ কয়েকদিন আগে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী স্থানীয় সালিশিদের নিয়ে আপোস মীমাংসার চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি। সালিশ ব্যক্তি কুলঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, আগের দিন থেকেই শোনা যাচ্ছিলো মঙ্গলবার দুই গ্রুপের সংঘর্ষ হতে পারে। অবশেষে সেটিই হলো। সংঘর্ষের সময় দুই গ্রুপের লোকজন বন্দুক দিয়ে গোলাগুলি শুরু করেন। বেশ কিছু সময় তাদের গোলাগুলি চলে। এতে দু’পক্ষের ১৮জন গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন।
দিরাই উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনায় ২৫ জন আহত হন। আহতরা হলেন- নানু মিয়া (৩৭), গৌছ মিয়া (৭০), তাজিম আহমেদ (২১), তানিছ (২২), রাবেল (২৫), অলিউর রহমান (৩০), সালিশ ব্যক্তি আব্দুল নূর (৫২), রাজিব মিয়া (২৫), সুজন মিয়া (৩২), মাহিদ মিয়া (১৯), ফরসাদ মিয়া (২২), তানভীর (২২), মনি মিয়া (৪০), রবিউল (২৫), মনসাদ (২৮), আবুল কালাম (৬৫), অমিত হাসান (১৬), নুনু মিয়া (৬৪), আহত বদরুল (২৭), হুমায়ুন আজাদ (৬০), মহিবুল (২২), রেজা (১৭) ও সাজ্জল (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন। তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে রাড়ইল গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুলিশ মোতায়েন করা হয়েছে।