মাঠে নামছে হেফাজতে ইসলাম, কর্মসূচি ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৫:৪৬:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : এবার মাঠে নামছে বাংলাদেশ হেফাজতে ইসলাম । আটক নেতাদের মুক্তির দাবিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। এসব কর্মসূচি পালনের পর যদি কারাবান্দ নেতাদের মুক্তি দেয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী তিন মাসের মধ্যে সব কমিটি গঠন করে ঘোষিত ৭ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
গ্রেফতার হওয়া সব নেতাকর্মীদের মুক্তি ও সব মামলা প্রত্যাহার করার জন্য সাত দাবি ও তিন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, মুনির হুসাইন কাসেমিসহ হেফাজতের কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাদিকুর রহমান।
ঘোষণা পত্রে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলা ও নির্বিচারে নিরীহ নারী-শিশু ও পুরুষদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে গ্রেফতার হওয়া সব নেতাকর্মীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়।
আমিরের লিখিত বক্তব্য পড়ে শোনান আল্লামা আজিজুল হক ইসলামাবাদী।
কর্মসূচিগুলো হচ্ছে, ১. আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দি হেফাজতের সব নেতাকর্মীর মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সব ‘মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ২. আগামী ৩ মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। ৩. আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে। পর্যাযক্রমে অন্য সকল জেলাতেও অনুষ্ঠিত হবে।