মহাসমাবেশ \ ঢাকার পথে সিলেট বিএনপির নেতা-কর্মীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৫:৫০:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক \ ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন সিলেট বিএনপির নেতা-কর্মীরা। ইতোমধ্যে দলটির অন্তত দেড় হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। বাকিরা আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের মধ্যে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি। এর অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ অক্টোবর এক সম্মেলনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। এতে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আলাপকালে বিএনপি নেতারা জানান, সিলেট জেলার ১৮টি ইউনিটের ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেবেন। এর বাইরে মহানগর বিএনপির আরও কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। সেই অনুযায়ী স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা প্রস্তুতি নিচ্ছেন। সবাই ব্যক্তিগতভাবে একক ও দলবদ্ধভাবে ট্রেন বা যাত্রীবাহী বাসে ঢাকায় যাচ্ছেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দলের নেতা-কর্মীদের নিজেদের মতো করে ব্যক্তিগতভাবে মহাসমাবেশে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। আনুষ্ঠানিকতা করে নয়; সবাই আলাদা আলাদাভাবে ঢাকায় যাওয়া শুরু করেছেন। শুক্রবার রাতের মধ্যেই সবাই ঢাকায় পৌঁছে যাবেন। মহাসমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী যোগ দেবেন বলে তার আশা।
সিলেটের কয়েকটি উপজেলার নেতারা জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা মুঠোফোনে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সবাইকে ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে চলে গেছেন, কেউ কেউ পথে আছেন।
জেলা ও মহানগরের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশকে সামনে রেখে সরকার দূরপাল্লার যানবাহন বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কায় আগেভাবেই অনেকে ঢাকায় যাচ্ছেন। কর্মসূচিতে জেলার প্রতিটি উপজেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেবেন। এর বাইরে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও মহাসমাবেশে অংশ নেবেন। বাধাবিপত্তি ও পুলিশি হয়রানি এড়াতে সবাইকে আগেই ঢাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে মুঠোফোনে সব সময় আলোচনা হচ্ছে জানিয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিলেটের ডাককে বলেন, সবাই খন্ড খন্ড হয়ে নিজেদের মতো করে ঢাকায় পৌঁছাবেন। পরে নেতা-কর্মীরা একত্র হয়ে নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হয়ে মিছিল সহকারে সকালেই মহাসমাবেশে যোগ দেবেন। কর্মসূচি সফল করতে সিলেট বিএনপি ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।