সিলেট আওয়ামী লীগের ড্রিল অনলাইন ট্রেনিং ক্যাম্পেইন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৪৩:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা ও মহানগর আওয়ামী লীগের নির্ধারিত নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘দি ড্রিল অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং’ আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নেতৃবৃন্দ পদাধিকার বলে অংশগ্রহণ করবেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রত্যেক পৌরসভা/ইউনিয়ন থেকে অনলাইন কার্যক্রমে সক্রিয় ১জন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন। একইভাবে মহানগর আওয়ামী লীগ থেকেও মনোনীত অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্স এন্ড ইনফরমেশন-সিআরআই এর প্রশিক্ষকবৃন্দ ক্যাম্পেইন পরিচালনা করবেন। কেন্দ্রীয় নির্দেশনায় প্রশিক্ষণটি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আয়োজন করেছে। পরে বেলা ১টায় নগরীর তালতলাস্থ ইস্ট এন্ড হোটেলের নিচতলায় স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হবে। বিজ্ঞপ্তি