শান্তিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৪৪:৪৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল, প্রাইভেটকার ও ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার সদরপুর ব্রিজের পশ্চিমে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জ সদর উপজেলার নতুন পৈন্দা গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. সিদ্দিকুর রহমান ও বানীপুর গ্রামের উমর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই আফতাবুজ্জামান রিগ্যান ও সফিউল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদরপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেন এবং তাদের তথ্যের ভিত্তিতে পিছনে থাকা প্রাইভেটকার তল্লাশির চেষ্টাকালে চালক ও অপর মাদক কারবারী পালিয়ে যায়। এসময় থানা পুলিশ জব্দকৃত প্রাইভেটকার তল্লাশি করে ৮টি নীল পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা জব্দ করে। যার বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এঘটনায় শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।