গোয়াইনঘাটে এসল্ট মামলার আসামী ও বালাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৪৬:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট ও বালাগঞ্জ থেকে দু’ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। গোয়াইনঘাটের সীমান্তবর্তী হাওর থেকে এসল্ট মামলার আসামীর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, বালাগঞ্জের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে।
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাটের সীমান্তবর্তী হাওর থেকে কামাল উদ্দীন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলী দমদমা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামাল উদ্দীন ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানীদের সঙ্গে কামাল উদ্দীনের সম্পৃক্ততা ছিল। তিনি বিজিবি’র দায়ের করা এসল্ট মামলার আসামী বলেও জানান ওসি।
স্থানীয় সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি চোরাচালানীদের ধাওয়া করে। ওই ঘটনায় বিজিবি থানায় এসল্ট মামলা দায়ের করে। ওই মামলার আসামী কামাল উদ্দীন। ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দীনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বালাগঞ্জ বাসস্ট্যান্ড খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ১০টার দিকে খেয়াঘাটে লাশটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।