বিশ্বম্ভরপুর ও তাহিরপুর থেকে চোরাকারবারীসহ ৫ ব্যক্তি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৪৭:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চোরাকারবারীসহ ৫ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ভারতীয় চিনি এবং ইয়াবা ট্যাবলেট। গতকাল বুধবার ও আগেরদিন মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়েছে।
বিশ্বম্ভরপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি ও দুটি পিকআপ ভ্যানসহ ২ জনকে আটক করা হয়। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সালামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চিনি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বিশমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল্লাহ (৩৫) এবং সিলেটের বিশ্বনাথ থানাধীন ফাটাকইন গ্রামর মৃত জাবেদ আলীর পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৪০) কে আটক করা হয়। এসময় তাদের সাথে দু’টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপ দু’টি জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এ সময় আসামিরা চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আটক ২ চোরাকারবারীর বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেন।
তাহিরপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক যুবকদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিন যুবক হলেন- লাউড়েরগড় গ্রামের মরমুজ আলীর ছেলে সুরুজ বাদশা ওরফে সবু মিয়া (২৮), একই গ্রামের ইন্নছ আলীর ছেলে উছমান গনি (২৬) ও বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের কুতুব উদ্দিন এর ছেলে দ্বীন ইসলাম (২৫)।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন, আটক তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।