শান্তিগঞ্জে অটোরিক্সা যাত্রী সেজে স্বর্ণালঙ্কার ছিনতাই ॥ আটক ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১:০৩:৩৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জে যাত্রী সেজে সিএনজি অটোরিক্সা দিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারী ও ২ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে এলাকাবাসী ধাওয়া দিয়ে ছিনতাইকারীদের আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুই স্বর্ণব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ইসতেকার আলীর পুত্র জুশেল আহমদ (৪০), সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আহমদ আলীর পুত্র রাজু আহমদ (৩০) ও আখালিঘাট এলাকার মৃত তসির উদ্দিনের পুত্র আমির হোসেন (৩৬)। আটক স্বর্ণ ব্যবসায়ীদের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর পাথারিয়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের শান্তিমালা (৬০), তার ছেলের বউ এবং তার নাতনিসহ ছেলের শ্বশুর বাড়ী দিরাইয়ের উদ্দেশ্যে গনিগঞ্জ বাজার থেকে একটি সিএনজি অটোরিক্সায় উঠেন। গাড়ি ছাড়া মাত্রই আসামী রাজু আহমদ সামনের আসন থেকে পিছনের আসনে চলে আসেন এবং শিশু তাহিয়া বেগমকে কোলে নেন। গাড়িটি গাজীনগর ব্রিজের উপর আসামাত্রই রাজু আহমদ শান্তিমালার হাতের ব্যাগ ধরে টানা হেঁচড়া শুরু করে। তিনি চিৎকার দিলে সামনের আসনে বসা ছিনতাইকারী তাদের হাতে থাকা ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। এরপর ছিনতাইকারীরা তার কানে থাকা ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ও নগদ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং তাদেরকে সিএনজি থেকে জোরপূর্বক নামিয়ে দেয়।
গত মঙ্গলবার দুপুরে ছিনতাইয়ের শিকার হওয়া শান্তিমালা ডাক্তার দেখানোর জন্য গনিগঞ্জ বাজারে আসলে ছিনতাইকারী আমির হোসনকে দেখে চিনতে পেরে আশপাশের লোকদের জানালে বাজারের লোকজন তাদের ধাওয়া করে সিএনজিসহ ৩ ছিনতাইকারীকে আটক করেন উত্তমমধ্যম দেন। থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ছিনতাইকারী ও তাদের ব্যবহৃত সিএনজি পুলিশ হেফাজতে নেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আটককৃতরা সঙ্গবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। তারা প্রায়ই সিএনজি অটোরিক্সা ব্যবহার করে যাত্রীদের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।