বিবিএস’র তথ্য বাংলাদেশে শিক্ষিত বেকার প্রায় ৮ লাখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:২৯:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষদিকে বাংলাদেশে শিক্ষিত বেকারের (¯œাতক পাশ) সংখ্যা ছিল প্রায় আট লাখ।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিবিএসের ২০২২ সালের শ্রমশক্তি জরিপে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রিধারী উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারের হার এখন ১২ শতাংশ। সংখ্যার বিচারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেকার বসে আছেন প্রায় আট লাখ নারী-পুরুষ।
২০১৬-১৭ সালে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ছিল ১১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় বর্তমানে দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে।
বিবিএসের জরিপের তথ্যমতে, ২০২২ সালের উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে নারী ছিল প্রায় ১৯ শতাংশ। অশিক্ষিত বা স্বল্প শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।
বিবিএসের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, মাধ্যমিক পাশ করা ব্যক্তিদের মধ্যে ২ দশমিক ৮২ শতাংশ বেকার। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পাশ করা ব্যক্তিদের মধ্যে বেকার ৪ দশমিক ৯৪ শতাংশ। সব মিলিয়ে ২০২২ সালে দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৫৩ শতাংশ।