বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:৩২:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৩’এর চ্যাম্পিয়ন হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন।
গতকাল বৃহস্পতিবার সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত ফাইনালে ‘৩৩ পদাতিক ডিভিশন’ সরাসরি ২৫-২০, ২৫-১০ ও ২৫-২১ পয়েন্টে ‘৫৫ পদাতিক ডিভিশন’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
এ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে ইউপি সার্জেন্ট রাজু আহমদ ও সেরা নবীন খেলোয়াড় হিসেবে সৈনিক নাঈম ইসলাম নির্বাচিত হন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন, কমান্ড্যান্ট এসআই এন্ড টি ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর হতে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।