ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:৩৫:০৫ অপরাহ্ন
মেডিক্যাল রিপোর্টারঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইণ্টার্ন চিকিৎসক এক রোগী কর্তৃক শারীরিকভাবে হেনস্থা হওয়ার প্রতিবাদে গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিক থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ কর্মবিরতি পালন করছেন।
একটি সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর বুধবার রাত ১টার দিকে এক রোগী গলায় কাঁটাবিধে ওসমানী হাসপাতালের ই.এন.টি, বিভাগে ভর্তি হন। ভর্তির পরই উক্ত রোগী হৈ চৈ শুরু করেন এবং এক পর্যায়ে নার্সিং স্টেশনের কর্মরত নার্সকে ডেকে কর্তব্যরত চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক) কে ডাকতে বলেন। পরে উক্ত চিকিৎসক রোগীর রোগ বর্ণনা শুনে যন্ত্র দিয়ে গলায় কাঁটা খোঁজার সময় একটু ব্যথা অনুভূত হওয়ার সাথে সাথেই তিনি চিকিৎসককে আঘাত করেন এবং লাথিও মারেন বলে অভিযোগে জানা গেছে। পরে এ ঘটনার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক তার অন্যান্য বন্ধু চিকিৎসদের খবর দিলে তারা উক্ত রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন।
অপর এক সূত্রে জানা গেছে, উক্ত রোগী স্থানীয় এক স্কুলের শিক্ষক। ঘটনার পর থেকে রোগীর আত্মীয় স্বজন ইন্টার্ন চিকিৎসবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষ বার বার বৈঠকে বসলেও গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে উভয়পক্ষের মধ্যে এক সমঝোতা হয় এবং রোগীপক্ষ মাফ চেয়ে ভুল স্বীকার করেন।
অন্যদিকে, ঘটনার পর থেকেই ইন্টার্ন চিকিৎসক পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি অব্যাহত ছিল। ইন্টার্ন পরিষদের এক নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবারের অপ্রীতিকর ঘটনা বার বার ঘটছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ স্থায়ী কোনো সমাধান দিতে পারছেন না বিধায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ কর্মবিরতি চালিয়ে যাবে। তবে জরুরি সেবা চালানোর জন্য তাদের একটি স্কোয়ার্ড কাজ করবেন বলে জানান। কর্মবিরতি শুক্রবার, শনিবারও চলবে বলে জানা গেছে। তবে শনিবারের মধ্যে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে গ্রহণযোগ্য কিছু করেন তবে তারা সবাই মিলে বিবেচনা করবেন কিনা তা তখনকার পরিস্থিতিই বলতে পারবে বলে জানান।