রাজধানীর খাজা টাওয়ারে আগুন ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:৩৭:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাজধানীর মহাখালীর আমতলীতে ১৪তলা খাজা টাওয়ারে ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। এতে ভবন থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে হাসনা বেগম রানু নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন।
অনেকে জানালার কাচ ভেঙে নিচে তাকিয়ে উদ্ধারের আকুতি জানান। ভবনের ছাদ থেকে ঝুঁকিপূর্ণভাবে রশি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবনের ১৩তলায় এ আগুনের সূত্রপাত। বিকেলে ৫টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১০টি ইউনিট কাজ শুরু করে। রাত ৯টায় এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকা-ের পরপরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া ভবনে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মৃত রানু ভবনের ১০তলা থেকে নামার সময় পড়ে যান। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। স্বামীর নাম আশরাফুল আলম সানি। ২৭ বছরের রানু ওই ভবনে চাকরি করতেন।