টানা দ্বিতীয় জয় শ্রীলঙ্কার ইংল্যান্ডের হ্যাটট্রিক হার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৭:৩৯:০৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো ইংল্যান্ড। এবার শ্রীলঙ্কার কাছেও হার। ফলে গত আসরের চ্যাম্পিয়নদের এবার সেমিফাইনালে খেলাও হয়ে গেল অনিশ্চিত। পাঁচ ম্যাচে চার হারে, অবস্থান করছে খাদের কিনারে। অথচ শিরোপা ধরে রাখার মিশনে এসেছিল দলটি।
একটা জয়ের সন্ধানে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়াই গড়ায় দুই দলের। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৩ দশমিক ২ ওভারে মোট ১৫৬ রানে। ৮ উইকেট হাতে রেখেই শ্রীলঙ্কা যা পাড়ি দিয়েছে ২৫ দশমিক ৪ ওভারে। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে লঙ্কানরা।
অবশ্য শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল ইংল্যান্ড। তবে সেই সম্ভাবনা সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে। লঙ্কানরা সব শঙ্কা উড়িয়ে দেয় পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ব্যাটে। তাদের হার না মানা যুগলবন্দী দুই পয়েন্ট পাইয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।
দ্বিতীয় ওভারে কুশল পেরারাকে ফিরিয়ে মাত্র ৯ রানে উদ্বোধনী জুটি ভাঙেন ডেভিড উইলি। ষষ্ঠ ওভারে তার দ্বিতীয় শিকার কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক ফেরেন ১২ বলে ১১ করে। ২৩ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি ইংল্যান্ড।
পাথুম নিশাঙ্কা ও সামারাবিক্রমা মিলে এদিন মাত্র ১২৪ বলে যোগ করেন ১৩৭ রান। দু’জনেই তুলে নেন ফিফটি। ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিশাঙ্কা অপরাজিত থাকেন ৮৩ বলে ৭৭ রানে। সামারাবিক্রমার ব্যাটে আসে ৫৪ বলে ৬৫ রান।