বিএনপি উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ——–মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৫:০১:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশেহারা হয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ছাতক দোয়ারা বাজারবাসীর উন্নয়নের জন্য সংসদে প্রতিনিধিত্ব করেছি। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই।
গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম বীরপ্রতীক ভবন ও খেলার মাঠের দর্শক গ্যালারীর উদ্বোধন শেষে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান এমপি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে এমপি মানিক আরো বলেন, দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেংরা মাধ্যমিক বিদ্যালয় ভবন ও গ্যালারী, ছাত্রাবাস, সমুজ আলী স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, আলীপুরে নির্মাণাধীন খাসিয়ামারা সেতু, মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ভোলাখালী ব্রীজ, চিলাই নদীর রাবার ড্যাম, বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, সিংগীদাইর ব্রীজ, বাগানবাড়ি রিংকু বর্ডার হাটসহ দোয়ারাবাজারের যতো দৃশ্যমান উন্নয়ন হয়েছে সব আমার হাতেই হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। টেংরা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য আফজাল হোসেন, মোশাহিদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ মশিউর রহমান, সিআইডি অফিসার অকিল উদ্দিন আহমদ, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলীনুর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ছাতক পৌর আওয়ামীলীগের সদস্য ইশতিয়াক তানভীর, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ। আরো বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, এখলাছুর রহমান ফরাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম, হজরত আলী প্রমুখ। এমপি মানিক আরো বলেন, অতীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় ছিল উন্নয়নের পরিবর্তে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। এক সাথে দেশের ৬১ জেলায় বোমা হামলা করেছিল, আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর দমন পীড়ন, মিথ্যা মামলা দিয়ে হয়রানিতে ব্যস্ত ছিল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাতক দোয়ারা বাজার ছিল উন্নয়ন বঞ্চিত। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।