শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৫:৫১:৩০ অপরাহ্ন

ডাক ডেস্ক : সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। এই কার্যক্রম চলবে আগামীকাল রোববার থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
গতকাল শুক্রবার মাউশির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি গত ২৬ অক্টোবর স্বাক্ষর করেন মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহম্মেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২১ সালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগ থেকে জাতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী চলতি বছর ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ গুরুত্ব সহকারে পরিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় নির্দেশিকা অনুসরণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। সেখানে বলা হয়েছে, প্রতিটি ক্লাসের শুরুতে শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেবেন।
এ ছাড়া নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বিষয়ে কাজ দেওয়া এবং তা মূল্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।