বড়লেখায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা পুনঃস্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৫:৫৩:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক: বড়লেখায় ভাতাভোগী এক নারীর ভুয়া মৃত্যুসনদ দেখিয়ে অপর একজনের নামে বয়স্ক ভাতা পুনঃস্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১২ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভাতা বঞ্চিত হাওয়ারুন বেগম। এতে দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী ও ইউপি সদস্য আব্দুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের হতদরিদ্র নেওয়ারুন বেগম প্রধানমন্ত্রীর তরফ থেকে নিয়ম অনুযায়ী বিগত কয়েক বছর থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন। কিন্ত গত কয়েক মাস থেকে তিনি ভাতার টাকা পাচ্ছিলেন না। একপর্যায়ে তিনি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন, অনেক আগেই তিনি মারা গেছেন! ইউপি চেয়ারম্যান মৃত্যুসনদ জমা দিয়ে তারস্থলে অন্য একজনকে প্রতিস্থাপনের সুপারিশ করায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেখানে নতুন একজনকে ভাতাভুক্ত করেছেন। ভাতা বন্ধ করায় তিনি অর্ধাহারে দিনযাপন করছেন। জীবিত থাকা স্বত্বেও তার নামে ভুয়া মৃত্যুসনদ ইস্যু করায় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী গতকাল শুক্রবার রাতে সিলেটের ডাক’কে জানান, ভুল তথ্যের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। হাওয়ারুন বেগম যাতে পুনরায় বয়স্কভাতা পেতে পারেন, আমরা সে পদক্ষেপ নিয়েছি।