জৈন্তাপুরে পৃথক অভিযানে গবাদী পশু, মদসহ চিনি জব্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৫:৫৮:২১ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩১ টি মহিষ, ১৪ টি গরু, ১৮ বস্তা চিনি এবং অবৈধ ৪৫ বোতল মদ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত পুলিশ, বিজিবি ও পুলিশের অভিযানে এসব আটক ও জব্দ করা হয়। এ সময় জৈন্তাপুর ইউনিয়নের ১নং লক্ষীপুর গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র নাছির উদ্দিনকে (৩৫) আটক করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের নেতৃত্বে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে যশপুর, কমলাবাড়ি সাইট্রাস কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে ভারতীয় ৬টি গরু আটক করা হয়। পরবর্তী সময়ে বিকেল ৫ টার দিকে উন্মুক্ত নিলামে ২ লাখ ৯৮ হাজার টাকায় বিক্রয় করে সরকারি রাজস্ব আদায় করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুর সীমান্ত ফাড়ির বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোর রাতে শ্রীপুর, আলু-বাগান আসামপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৩১টি মহিষ আটক করেন। ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, তামাবিল শুল্ক রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত নিলামে আটক ৩১টি ভারতীয় মহিষ বিক্রয় করা হবে।
এদিকে, পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৮ টি গরু, ১৮ বস্তা চিনি এবং ৪৫ বোতল মদসহ একজনকে আটক করা হয়। পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন।