শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়াদের কাছে হারলো পাকিস্তান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:০৪:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : দুই যুগ পর গতকাল আইসিসির কোনো ইভেন্টে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য শেষ পর্যন্ত ১ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।
২৭১ রানের লক্ষ্যে শুরুটা ভালো করলেও দলীয় ৩৪ রানে ডি কককে (২৪) হারায় প্রোটিয়ারা। ২৮ রান করে ফেরেন বাভুমা। এরপর ডুসেনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন মার্করাম। দলীয় ১২১ রানে ডুসেনের (২১) বিদায়ে ভাঙে এই জুটি। ক্লাসেনও টিকতে পারেননি, ১২ রানেই ফেরেন সাজঘরে। এরপর মিলার-মার্করাম মিলে গড়েন ৭০ রানের জুটি। ২৯ রান করে মিলার আউট হন। এরপর ২৫ রানের ব্যবধানে প্রোটিয়ারা হারায় ৪ উইকেট। জানসেন ২০, কোয়েটজে ১০ ও এনগিডি করেন ৪ রান। দলের সর্বোচ্চ ৯১ রান করেন মার্করাম। মহারাজ ৭ ও শামসি অপরাজিত থাকেন ৪ রানে।
চেন্নাইর এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ১৭ বলে ৯ রান করেন শফিক।
অন্যদিকে ইমাম খেলেন ১৮ বলে ১২ রানের ইনিংস। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক বাবর আজম। তারা দু’জনে মিলে যোগ করেন ৪৮ রান। ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৮৬ রানের মাথায় বিদায় নেন রিজওয়ান। ইফতিখার ৩১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।
এক প্রান্তে আগলে রেখে দারুণ এক ফিফটি তুলে নেন বাবর। তবে, এরপরেই সাজঘরে ফিরে যান বাবর। দলীয় ১৪১ রানে ৬৫ বলে ৫০ রান করেন তিনি। এরপর শাদাব খান ও সৌদ শাকিল মিলে ৮৪ রানের জুটি গড়েন। তবে দলীয় ২২৫ রানে ৩৬ বলে ৪৩ রান করে আউট হন শাদাব। সৌদ ৫২ বল খেলে করেন ৫২ রান। শেষ পর্যন্ত ২৭০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। একাদশে ফিরেই শামসি ৪ উইকেট শিকার করেন। জানসেন নেন ৩টি উইকেট। এছাড়া কোয়েটজে ২টি ও এনগিডি ১টি উইকেট পান।