চেক ডিজঅনার মামলায় ১ ব্যক্তি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:২১:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : চেক ডিজঅনার মামলায় মোস্তাক হায়াত খান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপশহর থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। মোস্তাক সিলেট নগরীর শাহজালাল উপশহরের বি ব্লকের ৪৯ নং বাসার খলিলুর রহমান খানের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, মোস্তাক উপশহরে তার অটো ট্রেডিং নামের গাড়ির শো রুম থেকে বাদি শাহাব উদ্দিনের নিকট একটি কার গাড়ি সাড়ে ১৬ লক্ষ টাকায় বিক্রি করেন। গাড়ির কাগজ বাবদ আবারো ১ লক্ষ ৫৫ হাজার টাকা নেন মোস্তাক। এরপর দীর্ঘদিনেও গাড়ির কাগজ করে দেননি। এ ব্যাপারে বিভিন্ন সময়ে শালিস বৈঠক হয়। এসময় মোস্তাক ১৫ লক্ষ টাকার একটি চেক দেন এবং বাকি টাকা দেয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। পরে ১৫ লক্ষ টাকার চেক ডিজঅনার হলে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বাদি শাহাব উদ্দিন আহমদ। সেই মামলায় গতকাল বৃহস্পতিবার মোস্তাক হায়াত খানকে গ্রেফতার করে পুলিশ।