ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:৩০:২০ অপরাহ্ন
মেডিকেল রিপোর্টার : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘোষণার পর সকাল ৮টা থেকেই ইন্টার্ন চিকিৎসকবৃন্দ তাদের কাজে যোগদান করেন। এক ইন্টার্ন চিকিৎসক রোগী কর্তৃক শারীরিকভাবে হেনস্তা হওয়ার প্রতিবাদে গত বুধবার রাত দেড়টার পর থেকে ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে।
একটি সূত্র জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দীর্ঘসময় ফলপ্রসূ আলোচনার পর এবং তাদের (ইন্টার্ন চিকিৎসকদের) সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।