ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:৩৪:৪২ অপরাহ্ন
সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অগ্রণী ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব সিলেটের কৃতি সন্তান ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় মরহুমের জন্মস্থান দক্ষিণ সুরমার দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে ২য় নামাজে জানাযা শেষে তাকে দরগাহ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজায় মরহুমের ২ ভাই নাসির এ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য শফি এ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলালসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, মরহুমের সহোদর সাবেক এমপি শফি এ চৌধুরী তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান।
মরহুমের পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জন অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বলেন, চাকুরীকালীন সময়ে তার বাবা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। সরকারের শীর্ষ পদে থেকেও তিনি সব ধরনের লোভ লালসার উর্ধ্বে ছিলেন।
উল্লেখ্য, ২৪ অক্টোবর ভোর রাতে সিলেট শহরের হাউজিং এস্টেটের বাসায় ৯৭ বছর বয়সে ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ইন্তেকাল করেন।-বিজ্ঞপ্তি