বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক আবুল হাসানের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৬:৩৫:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক ও বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের প্রাক্তন সভাপতি মোঃ আবুল হাসান গতকাল শুক্রবার সন্ধ্যায় মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
তিনি সিলেট সিটির শাহজালাল উপশহরের জি ব্লকের ৫ নম্বর সড়কের ১০৫ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি জি ব্লক জামে মসজিদ কমিটি, শাহজালাল উপশহর কল্যাণ সমিতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম আবুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, আবুল হাসান ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদ থেকে অবসরগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি