সিলেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ
বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৪:৪৯:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপির সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে ভাংচুর, রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও কর্তব্যরত নিরীহ পুলিশ সদস্যকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে তা অত্যন্ত ঘৃণিত। বিএনপির এই সন্ত্রাসী কর্মকা- তাদের সেই পুরোনো চেহারা জাতির সামনে আবারো তুলে ধরেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, সন্ত্রাসী কর্মকা- করে বিএনপি প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী দল। তারা শান্তি চায় না। তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়। বিএনপি নির্বাচন ভন্ডুল করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ তাদের এই অপচেষ্টা সফল হতে দেবে না। তারা আরো বলেন, আওয়ামী লীগকে হরতালের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী।
নগরীর সুরমা মার্কেট পয়েন্টে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় এই শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মারিয়ার চৌধুরী মাম্মি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার শিলা, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রীর হিজলবাড়ি থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মান্নান চত্বরে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সহিদ মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিশ্বম্ভরপুর উপজেলা জয় বাংলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি ও জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আলম সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন প্রমুখ।
শাল্লা : শাল্লা (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
শাল্লা ইউপির ৬নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মহিত মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, আওয়ামী লীগ নেতা পংকজ চৌধুরী, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, যুবলীগ নেতা লাল আমিন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সদস্য পলাশ সরকার পল্টু, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, পলাশ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শ্যামা প্রসাদ দাশ, একরামুল হক, হারুন মিয়া, নূর ইসলাম, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মো. জহির মিয়া, যুবলীগ নেতা সোহেল আহমদ, ফেনী ভূষণ সরকার, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া, লুৎফর রহমান মাসুম, অসীম কুমার দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোফাজ্জল আহমেদ প্রমুখ।
ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ধর্মপাশায় শান্তি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ একাংশের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, আজহারুল ইসলাম আজব আলী, শাহ্ আলী আকবর, রাজাপুর দক্ষিণ ইউপি যুবলীগ সভাপতি সেলিম চৌধুরী প্রমুখ।
দিরাই : দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে দিরাই উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপ আলাদা মিছিলসহ শান্তি সমাবেশ করেছে। সকাল সাড়ে এগারোটায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে মিছিল শেষে থানা পয়েন্টে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মারফত মিয়ার সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, সেবুল রেজা, সুয়েব চৌধুরী, শাজাহান মিয়া, পারভেজ রহমান,সজীব নুর প্রমুখ।
অপর দিকে, দুপুর বারটায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমেদ ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে আরেকটি গ্রুপ মিছিল শেষে আখড়া পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, আওয়ামী লীগ নেতা মকসদ আলম, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, পৌর যুবলীগের সভাপতি সরোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, জেলা ছাত্রলীগের নেতা সুজন হাজরা ভুট্টো।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন জানান, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত ছিল। শহরের বিভিন্ন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।