মসজিদে নববীর ইমাম ঢাকায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৫:৪৬:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান ঢাকায় এসেছেন। গতকাল রোববার ভোরে তিনি সৌদি আরবের মদিনা থেকে সরাসরি ঢাকায় পৌঁছান। এ সময় তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সচিব হামিদ জমাদ্দার, হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম ও হাব সভাপতি শাহাদত হোসাইন তসলিম।
গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী, সৌদি রাষ্ট্রদূতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানান, আজ সোমবার নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মসজিদে নববীর ইমাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।