ভারতের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৬:০৭:০৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ছোট পুঁজি নিয়েও বোলারদের নৈপূণ্যে দারুণ জয় পেল বিশ্বকাপের স্বাগতিক ভারত। ২২৯ রান করেও তারা জিতল ১০০ রানে। ভারতকে ২২৯ রানে বেঁধে ফেলে জয়ের আশাই করেছিল ইংল্যান্ড। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৫.১ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১২৯ রানে। আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচের সবগুলিই জিতে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত। সমান ম্যাচে ইংল্যান্ড পেল টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চম হারের তেতো স্বাদ। গতকাল রোববার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। তবে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে
৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। ১০১ বলে ৮৭ রান করেন রোহিত। ২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। এরপর ১৭ বলে ১৬ রান করে মালান আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ২২ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। এরপর মইন আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিয়াম লিভিংস্টোন। তবে দলীয় ৮১ রানে ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান মইন। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় ইংলিশরা। নিয়মিত বিরতিতে আরও দুই উইকেট হারিয়ে ৩৪ ওভার ৫ বলে ১২৯ রানে অলআউট হয় ইংলিশরা। ভারতের পক্ষে মোহাম্মদ সামি নেন ৪টি উইকেট।