শাহী ঈদগাহের মোতওয়াল্লি জহির বক্স’র ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৫৫:২০ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী, মেয়রের শোক
ডাক ডেস্ক : নগরীর কাজিটুলা মক্তবগলি এলাকার বাসিন্দা, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্স আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি এক ছেলে এবং এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ২টায় শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঃ সিলেট শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র আরিফুল হক চৌধুরী ঃ সিলেট শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্স এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঃ সিলেটের শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্স’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুম জহির বক্সের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহানগর আওয়ামী লীগ ঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এক বিবৃতিতে সিলেটের শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্স’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শাহী ঈদগাহ পরিচালনা কমিটি ঃ সিলেট শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতওয়াল্লি জহির বক্স এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য মো. ফয়জুল আনোয়ার, মো. কামাল মিয়া কামরান ও রাশেদ আহমদ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।