হবিগঞ্জে যুবক হত্যায় একজনের মৃত্যুদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১:০৬:৩০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় যুবক হত্যাকান্ডের ঘটনায় একজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক গতকাল সোমবার বিকেলে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, ওই উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ আলীর ছেলে লকুজ মিয়া (৩৭)।
মামলার বাকি ২৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার বিচার চলাকালে অপর ৫ জন আসামী মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ জানান, মামলার ১২ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে একজনকে মৃত্যুদন্ড দেন আদালত। রায়ে দন্ডিত আসামীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উক্ত টাকা তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আবির হোসেনের সাথে জমি নিয়ে মজিবুর রহমান চৌধুরীর আদালতে মামলা মোকদ্দমা চলছিল। ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে বিরোধপূর্ণ জমিতে মজিবুর রহমান চৌধুরী কাজ করতে যান। এ সময় আবির হোসেন ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তখন মজিবুর রহমান চৌধুরীর শ্যালক আবু সালেক (৩৫) ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।