৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা জামায়াতেরও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১:৫৪:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে তারা।
গতকাল সোমবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম।
বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গ্রেফতার করা সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতা-কর্মীদের হত্যা এবং ‘সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের’ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতে ইসলামী এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।