গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযান
রেস্টুরেন্টে অশালীন অবস্থায় পাওয়া ছাত্র-ছাত্রী ও মালিককে অর্থদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ২:০৩:৩৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে অশালীন অবস্থায় পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জোড়া শিক্ষার্থীসহ এক রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী রয়েছে। গতকাল সোমবার সকালে পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস নামে এক রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।
জানা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজি ফার্মস নামের রেস্টুরেন্টে বসে অশালীন কর্মকান্ডে লিপ্ত হয়। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সকালে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ জোড়া ছাত্র-ছাত্রীকে ধরে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপ-পরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।