গোলাপগঞ্জে তাজেল হত্যা মামলার প্রধান আসামী অপু গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ২:০৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জে তাজেল হত্যা মামলার প্রধান আসামী অপু আহমদ (২০) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে বিয়ানীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে। সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাজেলের মৃত্যু হয়। এ ঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে।
পেশায় রাজমিস্ত্রী। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ঘটনার পর ২১ অক্টোবর রাতে নিহতের ভাই রাসেল আহমদ বদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।