ওসমানী হাসপাতালের মর্গে ছয়দিন ধরে পড়ে আছে অজ্ঞাত বৃদ্ধের লাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ২:০৭:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানী হাসপাতালের মর্গে ছয়দিন ধরে পড়ে আছে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ। খোঁজ মিলছে না তার স্বজনদের। ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের স্বজনদের খুঁজছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র কতোয়ালী মডেল থানা পুলিশ। এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়, গত ২৪ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি হন ওই ব্যক্তি। মারা যাওয়া ব্যক্তির বয়স অনুমান ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পিবিআই সিলেটের একটি টিম বৃদ্ধের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করলেও নাম ঠিকানা ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনদের খোঁজ না মিলায় বর্তমানে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা আছে। মারা যাওয়া ব্যক্তির স্বজনদের কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই (নিঃ)/আজিজুল হক, মোবা-০১৭৫৯-৫৭৭৬০২ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।