মাধবপুরে ঋণের চাপ সইতে না পেরে ভ্যান চালকের আত্মহত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৪:০৩:২২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে ঋণের চাপ সইতে না পেরে লাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভ্যান চালিয়ে সংসার চালাতেন লাল মিয়া। মেয়ে বিয়ে দিতে গিয়ে কয়েকটি এনজিও থেকে কিস্তিতে ঋণ নেন তিনি। কিস্তি পরিশোধ করতে গিয়ে অনেকের কাজ থেকে সুদে টাকা আনেন। ঋণের চাপ হইতে না পেরে কিছুদিন যাবত তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে বাড়িতে গলায় ফাঁস লাগান তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।