সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে, প্রশ্ন মোকাব্বিরের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৪:১৩:২২ অপরাহ্ন
ডাক ডেস্ক : মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে বিল পাসের সমালোচনা করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তার প্রশ্ন, ‘সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে?’
গতকাল সোমবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাসের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এই প্রশ্ন রাখেন।
২২ অক্টোবর থেকে চলতি একাদশ সংসদের ২৫তম অধিবেশন চলছে। এই অধিবেশন চলবে ২ নভেম্বর পর্যন্ত। এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন। ৯ কার্যদিবসের এই অধিবেশনে মোট ২২টি বিল পাস হওয়ার কথা আছে। গত দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে ১৮টি বিল পাস হয়েছিল।
মোকাব্বির খান বলেন, সরকার অনেকগুলো পুরোনো আইনকে যুগোপযোগী করার চেষ্টা করছে, এটি ইতিবাচক। তবে সরকারের শেষ সময়ে এসে কোন আইন, কখন আসছে, কখন পাস হচ্ছে, তা বলা মুশকিল।
গণফোরামের এই সংসদ সদস্য বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে? নাকি সরকার ধরেই নিয়েছে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না। অথবা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জড়িত। এসব বিষয়ে স্পষ্ট করা দরকার।’
সরকারের শেষ সময়ে এসে এত বিলের জট কেন এমন প্রশ্ন রেখে মোকাব্বির খান বলেন, গত রোববার সংসদে সাতটি বিলের প্রতিবেদন এসেছে। সংসদ সদস্যরা কটি বিল স্টাডি করবেন? এ জন্য সময় প্রয়োজন। তাড়াহুড়া করতে গিয়ে বিলগুলো মানসম্মত আইনে পরিণত হওয়ার সুযোগ খুবই কম।
দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন এমন মন্তব্য করে মোকাব্বির খান বলেন, বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। দেশের মানুষ নির্বাচন নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথিত গণতন্ত্রের নামে দুটি রাজনৈতিক বলয় মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েছে। দেশটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছে।