সুনামগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৪:১৪:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে তিনদিন ব্যাপী অবরোধের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় প- হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে আবরোধের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বের হয়ে সামান্য এগিয়ে গেলে পুলিশী বাধায় পন্ড হয়ে যায়।
পরে সেখান থেকে ফিরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিকে যেতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বলেন, আগামীকাল সকাল থেকে সড়ক পথ, নৌ পথ ও রেল পথে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না পুলিশ। বিএনপির ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের জনগণের সাথে রয়েছে। কোন বাধা আসলে সে বাধা আমরা সাধারণ জনগণকে নিয়ে মোকাবেলা করবো।
এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সমাবেশ চলাকালে পুলিশ বিএনপির অস্থায়ী কার্যালয় ঘেরাও করে রাখে।