উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ————-জয়া সেনগুপ্তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৪:১৮:৩৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষিসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে এ সরকার সমাজের অসহায় মানুষের কল্যাণে ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ মানুষের কল্যাণে ব্যাপক উন্নয়ন করেছে।
গতকাল সোমবার দিরাই সরকারি বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. জয়া সেনগুপ্তা তাঁর প্রয়াত স্বামী জাতীয় নেতা, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন দিরাই শাল্লার উন্নয়নে কাজ করে গেছেন, তার পথ ধরে আমিও কাজ করে যাচ্ছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।