জাতীয় যুব দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৪:৩৬:৪৯ অপরাহ্ন
কখনও ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। -মাওলানা জালালউদ্দিন রুমি
জাতীয় যুব দিবস আজ। মানব জীবনের শ্রেষ্ঠ সময় তারুণ্য। প্রাণচাঞ্চল্যে ভরপুর যুব সমাজই দেশমাতৃকার মূল চালিকাশক্তি। দেশের জনসংখ্যার বৃহৎ অংশই যুবসমাজ। জ্ঞানমুখি, প্রশিক্ষিত ও আদর্শ যুব সমাজ জাতির মেরুদ-। দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে হলে যুবকদের দেশপ্রেম, দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ জাগ্রত করতে হবে। মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছর পালিত হয় এই দিবসটি।
বলার অপেক্ষা রাখে না যে, একটা দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের সার্বিক অগ্রগতি কিংবা যে কোন দুর্যোগ দুর্বিপাকে যুবসমাজই জাতির কল্যাণে এগিয়ে আসে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন, এমন কি মহামারির মতো বৈশ্বিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে কাজ করছে দেশের যুবসমাজই। বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠিই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর।এদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এ দেশের যুবসমাজ। শুধু তাই নয় দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়। যুবসমাজ এদেশের ক্রান্তিকালে সব সময় নিজেদের জীবনকে উৎসর্গ করার মধ্য দিয়ে নিজেরা যেমন হয়েছেন ইতিহাসের উজ্জ্বল সাক্ষি, তেমনিভাবে তাদের এই আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের জন্য হয়ে আছে অনুসরণীয়। গণতান্ত্রিক সকল আন্দোলন অন্যায়-অবিচারের বিরুদ্ধে এ দেশের যুবসমাজ সবসময় ছিলো সক্রিয়। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দুঃখজনক হলেও সত্য, সমাজের কল্যাণকর কাজের পাশাপাশি নানা ধরণের ঘৃণ্য অপকর্মের সাথে যুক্ত হচ্ছে যুবসমাজের একটা অংশ। অনেকে নেশায় আসক্ত হয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে তৈরি হচ্ছে। অথচ এ দেশের যুবসমাজ প্রগতিশীল ভাবনা আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অতীতে যে স্বর্ণালী ইতিহাস তৈরি করেছে তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।
সবকিছুর পরে, আমাদের সমাজ-দেশের বর্তমান আর ভবিষ্যতের কর্ণধার এই যুবসমাজকে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতায় পরিচালিত করতে হবে। সৃজনশীল প্রতিভাবান যুবক ও যুবতি রয়েছে,যাদের কর্মতৎপরতায় শুধু তারা নিজেরাই বিকশিত হচ্ছে না, বরং তাদের ব্যক্তিক সাফল্যের দ্বারা পুরো দেশকে প্রতিনিধিত্ব করছে। আর এই যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।