ছাতকে সমাবেশে মিজান চৌধুরী
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৫:৩৭:৫০ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশে আর কোন পাতানো নির্বাচনের বাকশালী স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না। দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রমাণ করে সরকারের দিন শেষ হয়ে আসছে। হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেফতার চালিয়ে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের এক দফা দাবি পূরণে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। ৩ দিনের অবরোধের ১ম দিনে ছাতকবাসী নজিরবিহীন অবরোধ পালনের মাধ্যমে প্রমাণ করেছে ছাতকের মানুষ সরকারকে বিদায় জানিয়েছে।
তিনি গতকাল মঙ্গলবার সকালে বিএনপি কেন্দ্র আহুত ৩ দিনের টানা অবরোধের ১ম দিনে ছাতক পৌর শহরের বিভিন্ন স্থানে পিকেটিং ও অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পিকেটিং ও রাজপথে অবস্থানকালে ছাতক উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দীন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আনোয়ার হোসেন সাগর, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইইচ এম কামাল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, জেলা যুবদল নেতা
জিল্লুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, ছাতক উপজেলার যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, মানিক মিয়া, কামাল হোসেন তালুকদার, পৌর যুবদলের সিনিয়র আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সুজন মিয়া, ওলিউর রহমান আলেক, আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন, মনসুর আলী, কামাল মেম্বার, মামুন আহমদ, জসিম উদ্দিন, নাজিম আহমদ, এমরান আহমদ, কামাল আহমদ, নাহিদ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবু তালেব তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদ হোসাইন, জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ আবির ও সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি