ছাতকে শান্তি ও উন্নয়ন সমাবেশে শামীম চৌধুরী
উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় দেশবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৫:৪১:১১ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত আবারো আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে রাজপথে উল্লাস করছে তারা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি প্রভুদের সহায়তায় বাঁকাপথে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিএনপি-জামায়াত। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, হত্যা এবং জ্বালাও-পোড়াও করে ক্ষমতা দখল করার দিন শেষ। এখন ক্ষমতায় আসার একমাত্র পথ নির্বাচন। জননেত্রী শেখ হাসিনা ধ্বংসে নয়-উন্নয়নে বিশ্বাসী। দেশবাসীও রয়েছেন উন্নয়নের সাথে। তাই, উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকেই আবারো রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় দেশবাসী।
গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের চকপুর বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মকছুদুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক ডাঃ আসান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক, দোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আজমল হোসেন সজল, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর নাজিমুল হক, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শেখচান, আওয়ামী লীগ নেতা মজিদ মোল্লা, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।