জাতীয় সমাজতান্ত্রিক দল’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৫:৪৮:০৩ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জেএসডি এর উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরীতে র্যালি, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র প্রতিষ্ঠাতা সদস্য মেজর জলিলসহ প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেন, দেশের বিরাজমান সংকট নিরসনে ফেডারেল পদ্ধতির শাসনব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা অপরিহার্য।
তিনি মূল্যস্ফীতিজনিত দুর্ভিক্ষ প্রতিরোধ, বিচারিক দুর্বলতা পরিত্যাগ, রাজনৈতিক সহিংসতা বন্ধে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, কাউসার আহমদ, আব্দুল গফফার সুইট, বেলায়েত হোসেন বেলু, করিমউল্লাহ, মাসুক আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি