বাংলাদেশে হত্যা, গ্রেফতার ও দমনপীড়ন বন্ধ করতে হবে: অ্যামনেস্টি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ১:১১:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ সরকারকে সবার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, সরকারের প্রতি ভিন্নমত পোষণ করা কোনো অপরাধ নয়।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় পুলিশ ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক কর্মকর্তা ইয়াসাসমিন কাভিরতেœ ২৮ অক্টোবর ও পরবর্তী ঘটনা সম্পর্কে বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধরপাকড় জোরদার করার মধ্য দিয়ে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে ভিন্নমতাবলম্বীদের কঠোরভাবে দমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, ভিন্নমত পোষণ করা অপরাধ নয়। প্রত্যেকের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে।
ইয়াসাসমিন কাভিরতেœ আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং পরে বারবার হত্যাকা-, গ্রেফতার ও দমনপীড়ন মানবাধিকার পরিস্থিতিকে হতাশাজনক করে তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও প্রতিবাদকারীদের ওপর দমনপীড়ন বন্ধ করতে এবং শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
আঞ্চলিক কর্মকর্তা বলেন, নির্বাচন সামনে রেখে উত্তেজনা বাড়তে পারে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকারকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, মানুষের ক্ষয়ক্ষতি এবং সংকট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থা যেন আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে।