সিলেটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
স্মার্ট দেশ গঠনে যুবদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:০৬:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটে গতকাল বুধবার নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল-‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-র্যালি, আলোচনা সভা, চেক, সবজি বীজ ও সেলাই মেশিন বিতরণ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন সহজতর হবে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
জেলা পরিষদের হল রুমে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক রফিকুল ইসলাম শামীম। বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর তোফায়েল আহমেদ শেফুল, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক নজরুল ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, হলিআর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, বাংলাদেশ এক্স ক্যাডেট ফোরামের আহ্বায়ক সারওয়ার আলম মিতুন, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন আক্তার, ফ্রি ল্যান্সার পপি আক্তার।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী ফয়ছল আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন তপেশ্বর গৌর দাশ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক, সবজি বীজ, ফ্রি ল্যান্সারদের মধ্যে ইকুইপমেন্ট এবং সাইবিন এগ্রো ফার্মের অনুদানে ও প্রযুস’র সভাপতি মো. জামাল খানের সার্বিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়।
সভা শেষে জেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এবং সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থা ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় রক্তদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, কয়ছর আহমদ কাওছার, শেখ আবরারুর রহমান তাসিনকে সনদপত্র প্রদান করা হয়।
পরে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দিবসের শুরুতে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
কোম্পানীগঞ্জ ঃ কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, যুব সংগঠক আব্দুল খালিক প্রমুখ।
জৈন্তাপুর ঃ জৈন্তাপুর (সিলেট) থেকে সংবাদদাতা জানান, ‘ জৈন্তাপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
যুব উন্নয়ন অফিসের সহকারি মোস্তফা হাসান আসকারী এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার ৪ জন যুবক কে ২ লাখ টাকার চেক বিতরণ এবং উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ মনতাজ আলী ও শমসুউদ্দিন কে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বম্ভরপুর ঃ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জব খান, স্বচ্ছল আত্মকর্মী জাকির হোসেন প্রমুখ।
সভায় ৩ জন প্রশিক্ষিত যুবকের প্রত্যেককে ৪০ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয় এবং প্রশিক্ষিত যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, ঋণের চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় যুব দিবস উপলক্ষে র্যালি ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, আত্মকর্মী জাবেদুর রহমান, রাজা মিয়া ও প্রশিক্ষণার্থী শহিদুল ইসলাম রেদওয়ান প্রমুখ।
আলোচনা সভার পর যুবদের মধ্যে ঋণের চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
জগন্নাথপুর ঃ জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলায়ও জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুরের এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু. জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, প্রশিক্ষণার্থী ইলিয়াছ উদ্দিন, ছালেহ আহমদ, তানজিলা আক্তার, মুজিবুর রহমান প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।