রেডক্রিসেন্টের চিকিৎসা ও উদ্ধার উপকরণ বিতরণ
সরকার ২০৪১ সালে উন্নত দেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে —- এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:২৬:৪১ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানবতার কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন ভাতা ও অনুদানের ব্যবস্থা করেছেন। সরকার সবাইকে নিয়েই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে ২০৪১ সালের পূর্বেই লক্ষ্য অর্জিত হবে।
রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে পিপিপি প্রকল্পের অধীনে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, সন্ধান ও উদ্ধার উপকরণ হস্তান্তর এবং মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বুধবার দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশীপ প্রকল্প (পিপিপি) এর অধীনে ২৬নং ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, সন্ধান ও উদ্ধার উপকরণ হস্তান্তর এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে মশারী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও পিপিপি প্রকল্পের ফিল্ড অফিসার আব্দুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সুয়েব আহমদ, মোঃ মজির উদ্দিন।
২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, আজীবন সদস্য এডভোেেকট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, আজীবন সদস্য মিজানুর রহমান, আজীবন সদস্য আব্দুর রব হাজারী, আজীবন সদস্য মাসুদ খান, ডেনিস রেড ক্রস প্রতিনিধি ও সিলেট ইউনিট কমিউনিটি অর্গানাইজার আবদুল ওয়াহাব, যুব প্রধান পলাশ গুণ প্রমুখ। বিজ্ঞপ্তি