বলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন
বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে ———- এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:৩২:১৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামীদিনে উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষা অপরিহার্য। এজন্য শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। গত মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, তেতলী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আও’য়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, যুক্তরাজ্যপ্রবাসী সুমন আহমদ (শোয়েব), কাতারপ্রবাসী আলী আছকর, মোক্তার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম হোসেন, কৃষকলীগ নেতা জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা মনির মিয়া (শিশু), তেতলী ইউপি সদস্য রাজা মিয়া, লিটন আহমদ,আব্দুল জলিল তালুকদার, শেখ কলসুমা বেগম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, সিলেট জেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ দিলোয়ার, প্রকৌশলী জুনায়েদ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি