নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:৩৭:৩৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ঃ চলতি বিশ্বকাপে আগুন ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচে মাত্র একটি হার, নেদারল্যান্ডসের কাছে। পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বাকি চার ম্যাচে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে একপেশে জয় নিয়েছে প্রোটিয়ারা। গতকাল বুধবার ভারতের পুনেতে কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ৩৫৭ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারতকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় পজিশনে রয়েছে ভারত।
খেলার শুরুতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে চার ম্যাচেই প্রথমে ব্যাটিং করে তিনশর বেশি স্কোর করা দক্ষিণ আফ্রিকা শুরু করে ব্যাটিং তান্ডব। কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৫৭ রান করে তারা। ডি কক ১১৬ বলে ১১৪ এবং ডুসেন করেন ১১৮ বলে ১১৩ রান। এছাড়া অধিনায়ক বাভুমা (২৪), মিলার (৫৩) এবং ক্লাসেন ১৫ রানে অপরাজিত থাকেন। রান তাড়ায় ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ডেভন কনওয়ে (২) ও রাচিন রবীন্দ্রকে (৯) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৯তম ওভারের মধ্যে উইল ইয়াং (৩৩), টম ল্যাথাম (৪) ও ড্যারিল মিচেল (২৪) ফিরে যান। একশ রান হতেই টপ অর্ডারের ৫ ব্যাটার প্যাভিলিয়নে। একপ্রান্তে ক্রিজ কামড়ে পড়ে ছিলেন গ্লেন ফিলিপস। নিয়মিত উইকেট পতনে শেষ ব্যাটার হিসেবে আসেন হেনরি। ৩৫তম ওভারে মহারাজের প্রথম তিন বলে চার, ছক্কা ও চার মেরে ৪৬ বলে হাফ সেঞ্চুরি করেন ফিলিপস। পরের ওভারে শেষ ব্যাটার হিসেবে ৬০ রানে ফিলিপস আউট হলে নিউজিল্যান্ড ১৬৭ রানে গুটিয়ে যায়। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কেশব মহারাজ।