জৈন্তাপুরে ভারত থেকে আসা ২১টি গরু ও ৪টি মহিষ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:৩৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে আসা ২১টি গরু ও ৪টি মহিষ আটক করেছে পুলিশ। এসময় গরু-মহিষ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ এলাকা থেকে গরু-মহিষগুলো জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ির চালক এবং দুই চোরাকারবারি দৌঁড়ে পালিয়ে যায়।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. স¤্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় পলাতকদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।