দিলু নিহতের ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:৪৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যুবদল কর্মী জিলু আহমদ দিলু নিহতের ঘটনায় তার ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্ত শেষে দিলুর লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে যুবদল।
মঙ্গলবার অবরোধ চলাকালে ধাওয়ায় আহত যুবদল নেতা দিলু আহমদ জিলুর (৫০) পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।