শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত ॥ আহত ৫ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৫:৫২:০০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। এ ঘটনায় আরো ৫জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নোয়াগাঁও এলাকায় প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো গ ১১-২৬৭০) মৌলভীবাজ
মুচড়ে যায় প্রাইভেট কারটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করলে তারেক চৌধুরীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ৫ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
গুরুতর আহতরা হলেন-সাকিল আহমদ, সাজু মিয়া, মোঃ জাহিদ, শান্ত এবং আলমগীর। আহত সবাই ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস রায় জানান, প্রাইভেট কারটি চলন্ত অবস্থায় গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।