জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:১২:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং র্যালি অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়-‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে-ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. তারেক আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, গ্যাস্ট্রোন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আলমগীর সাফওয়াত রানা, সার্জারি বিভাগের অধ্যাপক নূরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, মেডিসিন বিভাগের অধ্যাপক বিদিত রঞ্জন দেব, অফথালমোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দন কুসুম দাস, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মাদ শফিউল ইসলাম, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. মো. ফজলুল হক, সভাপতি তারেক জামিল খান নাবিল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আল মাসুম প্রমুখ।