ধর্মপাশায় অবৈধ ড্রেজারসহ আটক ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:২১:১২ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ধর্মপাশার মধ্যনগর থানা পুলিশ থানার সংলগ্ন সুমেশ^রী নদীতে বালুভর্তি দুইটি অবৈধ ড্রেজার জব্দ ও ১০জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পুলিশ তাদের আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মধ্যনগর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যনগর ইউপির কামাউড়া গ্রামের মো. এরশাদ মিয়া, পাশর্^বর্তী কলমাকান্দা উপজেলার রগুরামপুর গ্রামের মো. মোস্তফা ও কাইতকান্দা গ্রামের বিভু রায় মিলে একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজার দিয়ে বিভিন্ন নদ-নদী থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে থানা সংলগ্ন সুমেশ^রী নদীতে অভিযান চালিয়ে এরশাদ ও মোস্তুফা নামের দুই মালিকের দুইটি স্টিলবডি বালুভর্তি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকায় ১০জন মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।